পদ্মার চরে যুবকের গলাকাটা মরদেহ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার চর বাঘা এলাকা থেকে দেলোয়ার হোসেন দিলু নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
দেলোয়ার হোসেন দিলু রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের চর বরাট এলাকার বিনু ব্যাপারীর ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী মো. লিয়াকত হোসেন জানান, গত রাতে তিনি ও দেলোয়ার হোসেন দিলুসহ চারজন পদ্মায় মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরা সাত/আট জনের এক দল দুর্বৃত্ত দেলোয়ার হোসেন দিলুকে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর বুধবার সকালে দেলোয়ারের বাড়ির লোকজন চর এলাকায় খোঁজাখুঁজি করলে চর বাঘা এলাকায় তার গলাকাটা মরদেহ দেখতে পায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজাদ রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/আরএআর/পিআর