ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঋণ খেলাপি মামলায় হিলিতে বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৯ এপ্রিল ২০১৭

দিনাজপুরের হিলিতে ঋণ খেলাপি মামলায় হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ও প্রভা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোতালেব হোসেন খান মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০টায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মোতালেব হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত মোস্তফা খানের ছেলে।

মোতালেব হোসেন জনতা ব্যাংক হিলি স্থলবন্দর শাখা থেকে সাড়ে ৪ কোটি টাকার মতো ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দীর্ঘদিন পার হলেও ব্যাংকের সে টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, অর্থঋণ আদালতের মামলায় মোতালেবের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় মঙ্গলবার তার নিজ বাসভন থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম