কালকিনি আ.লীগ সভাপতির পদত্যাগ
মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী পদত্যাগ করেছেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন তা সঠিকভাবে জানা যায়নি।
বুধবার তাহমিনা সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার রাতে আমি আমার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। পদত্যাগপত্র জেলা আওয়ামী লীগের কাছে পাঠাতে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. বিল্লাল হোসেনকে বলেছি।
এ বিষয় উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. বিল্লাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি অস্বীকার করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস