ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বীরগঞ্জে দুই গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশিত: ১০:০০ এএম, ১৯ এপ্রিল ২০১৭

দিনাজপুরের বীরগঞ্জে মো. ময়নুল ইসলাম (২২) এবং মো. আলম ইসলাম (২৩) নামে দুই গাঁজা ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মো. ময়নুল ইসলাম বীরগঞ্জ পৌর শহরের দক্ষিণ সুজালপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে এবং আলম ইসলাম একই এলাকার মাকড়াই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন।

বীরগঞ্জ থানা পুলিশের এসআই মো. লুৎফর রহমান জানান, মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ পৌর শহর থেকে গাঁজাসহ মো. ময়নুল ইসলাম এবং মো. আলম ইসলামকে আটক করে পুলিশ।

পরে তাদের বুধবার সকালে ভ্রাম্যামাণ আদালতে উপস্থিত করলে আদালতের বিচারক প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের বুধবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম