পাবনায় প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটা দখলমুক্ত
পাবনার চাটমোহরের হরিপুর গ্রামে বাংলা সাহিত্যের চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটা দখলমুক্ত করা হয়েছে। জায়গাটি দীর্ঘদিন স্থানীয় কয়েকজনের অবৈধ দখলে ছিল।
বুধবার সকাল ৯টা থেকে থেকে দিনব্যাপী চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান উচ্ছেদ অভিযান পরিচালনা করে তিন একর (৯ বিঘা) জায়গায় নির্মিত কাঁচা-পাকা মিলিয়ে ১৮টি বসত ঘরসহ বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করেন। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ন জানান, উচ্ছেদ নথিতে জেলা প্রশাসক অনুমোদন দেয়ার পর অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য পরপর পাঁচবার নোটিশ দেয়া হয়েছে। পরে তারা (দখলদাররা) স্থাপনা না সরালে সরকারি সকল প্রকার উচ্ছেদ প্রক্রিয়া মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জায়গাটিতে যারা বাস করছিলেন তাদের প্রকৃত কোনো কাগজপত্র নেই।
প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক ইকবাল কবির রঞ্জু বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর জায়গাটি দখলমুক্ত হওয়ায় জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে প্রমথ চৌধুরীর স্মৃতি সংরক্ষণার্থে জায়গাটিতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।
একে জামান/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই