ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৭

কিশোরগঞ্জের ইটনায় হাওরে ধান কাটতে গিয়ে মানিক মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার থানেশ্বর হাওরে এ ঘটনা ঘটে।

তিনি তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের অানোয়ারপুর গ্রামের মৃত অাব্দুল মজিদের ছেলে।

ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানিক মিয়া অন্য কৃষকদের সঙ্গে হাওরে ধান কাটছিলেন। বিকেল ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় তিনি বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নূর মোহাম্মদ/জেআইএম