পাবনায় গৃহবধূর আত্মহত্যা
প্রতীকী ছবি
পাবনায় পারিবারিক কলহে হেলিনা বেগম (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেলেনা বেগম একই গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে তুচ্ছ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হেলেনা বেগমের কথাকাটাকাটি হয়। পরে তিনি বাড়িতে ফিরে আসেন। দুপুরে তার স্বামী ও ছেলে-মেয়ে বড় মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে বিকেলে হেলেনা নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এর আগেও ওই গৃহবধূ বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান স্থানীয়রা।
দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই