ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যুবলীগ কর্মীর মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৮ এপ্রিল ২০১৫

বাগেরহাট সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামে মৎস্য ঘের নিয়ে বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলে মোজাফফর রহমান রাজা শেখ (৩৭) নামের এক যুবলীগ কর্মীকে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে লাশ নিয়ে বাগেরহাটবাসী ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন নিহত রাজার সমর্থকরা।

এদিন সকালে নিহত রাজার সমর্থক ও দলীয় নেতৃবৃন্দ শহরের দশানী এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় উত্তেজিত জনতা রাজার হত্যাকারী ফরিদ মেল্লার ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম।    

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জাগো নিউজকে জানান, রাজা হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত বাগেরহাট মডেল থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি উল্লেখ করেন। পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

এমজেড/এমএস