ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় গ্রেফতার ২৯

প্রকাশিত: ০৭:০৩ এএম, ২০ এপ্রিল ২০১৭

সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতভর জেলার আটটি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারদের মধ্যে সদর থানার ১২ জন, কলারোয়া থানার তিন জন, তালা থানার চারজন, কালিগঞ্জ থানার তিনজন, শ্যামনগর থানার দুইজন, আশাশুনি থানার দুইজন ও পাটকেলঘাটা থানার তিনজন রয়েছেন।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর