ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে আন্দোলন

প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২০ এপ্রিল ২০১৭

জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত পৌরসভায় অটোরিকশা (ব্যাটারিচালিত রিকশা) চলাচলের নিষেধাজ্ঞার প্রতিবাদে প্রায় দুই সহস্রাধিক মালিক-চালক আন্দোলনে নেমেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ শহরের জুবলীরোডে "মুন্সিগঞ্জ রকিশা মালিক ও শ্রমিক ঐক্য দল" নামের ব্যানারে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরবর্তীতে তারা বিক্ষোভও করেন। এসময় আন্দোলনকারীদের একাংশ সড়ক আটকে কিছু আটোগাড়ি (চায়না রিকশা) ভাঙচুর করে।

PHOTOS

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, বিক্ষুব্ধ আন্দোলনকারীরা মানববন্ধন শেষে গাড়ি ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে বর্তমানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মুন্সিগঞ্জ রকিশা মালিক ও শ্রমিক ঐক্য দলের পক্ষ থেকে জানানো হয়, ব্যাটারিচালিত রিকাশা বন্ধ করলে ব্যাটারিচালিত অটোগাড়িগুলোও (চায়না রিকশা) বন্ধ করে দিতে হবে। আমাদের যানগুলো চালাতে যেমন বিদ্যুতের প্রয়োজন ওগুলো চালাতেও বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুৎ ঘাটতির কারণ দেখিয়ে প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করলে উভয়ের পক্ষে দৃষ্টি সমান রাখতে হবে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম