ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অস্ত্রসহ লাল পতাকা বাহিনীর প্রধান গ্রেফতার

প্রকাশিত: ১১:৩১ এএম, ২০ এপ্রিল ২০১৭

রাজবাড়ীতে চরমপন্থী সংগঠন লাল পতাকা বাহিনীর প্রধান ওমর ফারুককে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব-৮। এসময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৮।

গ্রেফতারকৃত ওমর ফারুক সদরের বরাট ইউনিয়নের নবগ্রামের আবুল কাশেম বিশ্বাসের ছেলে। তিনি হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চরমপন্থী লাল পতাকা বাহিনীর প্রধান হিসেবে চিহ্নিত ওমর ফারুককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানা ও গোয়ালন্দ থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

রুবেলুর রহমান/এআরএ/জেআইএম