টাঙ্গাইলে মে মাসে বিতরণ হচ্ছে না স্মার্টকার্ড
আগামী ১ মে থেকে টাঙ্গাইলে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র উইংয়ের উপ-পরিচালক আজিজুল ইসলাম।
স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে এমন তথ্য পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হতে বৃহস্পতিবার তার সঙ্গে যোগাযোগ করা হলে এ কথা জানান তিনি।
তিনি জানান, পর্যায়ক্রমে সারাদেশে স্মার্টকার্ড বিতরণ করার উদ্যোগের অংশ হিসেবেই যাদের তথ্য ভুল ছিল তা সংগ্রহ করে সংশোধনের কাজ শুরু হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার নাগরিকদের স্মার্টকার্ড প্রিন্ট করার জন্য ১ মে পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠিও দেয়া হয়েছে প্রিন্টের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে।
তিনি জানান, এখনও সকল সিটি কর্পোরেশনের স্মার্টকার্ড বিতরণ করা শেষ হয়নি। আগে এ সিটি কর্পোরেশনগুলোর স্মার্টকার্ড বিতরণ শেষ করা হবে। তারপর সারা দেশের জেলা সদর উপজেলাগুলোতে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
আগামী দুই তিন মাসের মধ্যে নির্বাচন কমিশনে আরও নতুন মেশিনারিজ আসছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে যে মেশিনারিজ দিয়ে স্মার্টকার্ড তৈরি করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই নতুন মেশিনারিজ আসলে আরও বেশি স্মার্টকার্ড তৈরি করা সম্ভব হবে। নতুনভাবে পরিকল্পনাও করা হবে। তবে এ জন্য বেশ কিছুদিন সময় লাগবে বলেও জানান তিনি।
মেশিনারিজ আসার পরে নতুন পরিকল্পনা অনুযায়ী দ্রুত সময়ে সারাদেশে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে বুধবার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, দেশের সকল জেলা সদর উপজেলায় ১ মে থেকে যাতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করা যায় সে লক্ষে কাজ শুরুর নির্দেশনা আসে।
এরই প্রেক্ষিতে আমরা গত ২০ এবং ২১ মার্চ মাইকিং করেছি। যদি কারও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকে তারা যেন সংশোধনের জন্য ২৩ মার্চের মধ্যে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করে। এর মধ্যে আমরা প্রায় ৩৫০ টির মতো আবেদন পেয়েছি, এগুলো যাচাই-বাছাই করে নির্বাচন কমিশনে পাঠিয়েছি।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম