ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে না : নাসিম

প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২০ এপ্রিল ২০১৭

বিএনপির নির্দলীয় সরকারের দাবি প্রত্যাখ্যান করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের মাটিতে আর কোনো দিন অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার শাসনামলে বাংলাভাই ও শায়েখ রহমান সৃষ্টি হয়েছিল তারা দমন করতে পারেনি। ৩০ জন বিদেশি হত্যা করা হয়েছে। সেই জঙ্গি নির্মূল করেছেন শেখ হাসিনা।

মন্ত্রী বলেন, নির্বাচন হবে শেখ হাসিনার অধীনেই। এবার যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে তা হলে বাটি চালান দিয়েও খালেদা জিয়াকে খুঁজে পাওয়া যাবে না।

বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণ ও আইসিইউ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নাসিম একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। বিশ্বে দেশের মর্যাদা বাড়ে। আর বিএনপি ক্ষমতায় আসলে জঙ্গিবাদ বাড়ে। দুর্নীতি
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ চত্বরে আয়োজিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ,স,ম ফিরোজ এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, এম আব্দুর রহিম মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সারোয়ার জাহান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা. কামরুল আহসান।

উল্লেখ্য, ১০ এপ্রিল সরকার এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণ করা হয়।

এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি