পাঁচবিবিতে চলছে খোলা আকাশের নিচে পাঠদান
জয়পুরহাটের পাঁচবিবিতে করট্রি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খোলা আকাশের নিচে পাঠদান চলছে। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমতে শুরু করেছে।
গত ২১ এপ্রিলের ঘূর্ণিঝড়ে বিদ্যালয়টি বিধ্বস্ত হয়ে যায়। ৪টি শ্রেণীকক্ষই ভেঙে যায়। টিনের ছাউনি দুমড়ে মুচড়ে যায়। ফলে বাধ্য হয়েই স্কুল কর্তৃপক্ষ খোলা আকাশের নিচে ক্লাস ও প্রথম সাময়িক পরীক্ষা চালাচ্ছে।
স্থানীয় শিক্ষানুরাগী লোকজনের সহায়তায় ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে বিদ্যালয়টিতে ১২০ জন ছাত্র-ছাত্রী আছে।
বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী লাভলীর পিতা নূরুল ইসলাম বলেন, খোলা আকাশের নিচে ক্লাস করার জন্য দিন দিন ছাত্র-ছাত্রী কমে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু আরা বলেন, বৃষ্টি শুরু হলে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে অন্যের বারন্দায় দাঁড়াতে হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মুছা মন্ডল বলেন, বিদ্যালয় মেরামতের সাহায্য চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক বলেন, আবেদনপত্রটিতে সুপারিশ করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
এসএস/এমএস