ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙামাটিতে বাস ধর্মঘট

প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২২ এপ্রিল ২০১৭

শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুবছড়ি এলাকায় দুর্বৃত্তদের বাস ভাঙচুর এবং চালক ও হেলপারকে মারধরের প্রতিবাদে শনিবার সকাল থেকে রাঙামাটিতে বাস ধর্মঘট পালিত হচ্ছে।

সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-বান্দরবানসহ বিভিন্ন উপজেলার সঙ্গে চলাচলকারী সব সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে মানুষ।

বাসমালিক ও পরিবহন শ্রমিকদের ডাকে এই ধর্মঘট পালিত হচ্ছে বলে জানিয়েছেন বাসমালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম।

মালিক সমিতির এই নেতা জানিয়েছেন, শুক্রবার বিকেলে খাগড়াছড়ি থেকে রাঙামাটি ফেরার পথে কুতুবছড়িতে ব্যারিকেড দিয়ে বাস থামিয়ে ৩০-৪০ জন যুবক লাঠিসোটা নিয়ে একটি বাস ভাঙচুর করে। এসময় তারা গাড়ির চালক শাহাদাত হোসেন ও সহকারী আরমানকে গুরুতর আহত করে।

হামলাকারীরা যাত্রীদের ওপরও হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ও পরিবহন নেতারা ঘটনাস্থল থেকে আহত চালক ও সহকারীকে উদ্ধার করে নিয়ে আসেন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালিক সমিতির সভাপতি এ ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছেন।

তবে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা বলেছেন, যারা রমেল চাকমাকে হত্যা করেছে তারাই বাস চলাচল বন্ধ করেছে। বাস ভাঙচুরের সঙ্গে ইউপিডিএফ জড়িত নয়। স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটাতে পারে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারী কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে পুলিশ রাস্তার ব্যারিকেড সরিয়ে ফেলেছে।

এফএ/এমএস