ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:১৭ এএম, ২২ এপ্রিল ২০১৭

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা দক্ষিণ শিবিরের সভাপতিসহ ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বীজবাগ ইউনিয়নের ফকিরবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলা দক্ষিণ শিবিরের সভাপতি দেবীসিংপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে তাজুল ইসলাম, বেগমগঞ্জের কোটরা মহব্বপুর গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ আলম, ডোমনাকান্দিগ্রামের আব্দুল হাকিমের ছেলে আশিকুর রহমান, দক্ষিণ সাহাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, ডোমনাকান্দি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে জাহিদুল ইসলাম সজিব, শায়েস্তানগর গ্রামের বেলাল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন, দক্ষিণ সাহাপুরের বেলাল হোসেনের ছেলে দাউদ ইসলাম, ইয়ারপুরের রহমত উল্যাহর ছেলে মো. ইসমাইল ও বিষ্ণপুরের রফিক উল্যার ছেলে রিয়াজ উদ্দিন।

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিতিত্তে খবর পেয়ে থানার এসআই রফিকুল ইসলাম ও  এএসআই সহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফকিরহাটে শিবিরের অফিস থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ তাদের গ্রেফতার করেছে। গ্রেফতাররা বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল।

মিজানুর রহমান/আরএআর/এমএস