ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘স্বপ্নের পদ্মা সেতু-শেখ হাসিনার শিবচর’ শিরোনামে আলোচনা সভা

প্রকাশিত: ১১:২৮ এএম, ২২ এপ্রিল ২০১৭

ইলিয়াস আহম্মেদ চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে ‘স্বপ্নের পদ্মা সেতু-শেখ হাসিনার শিবচর’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব মুনির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক, অনুমিত হিসাব সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান নাইম, অতিরিক্ত সচিব আবুল হোসেন, মিজানুর রহমান, মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সহসভাপতি সুজিৎ চ্যাটার্জি।

এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র সহকারী সচিব ইকবাল হুসাইন, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম তালুকদার, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, ওসি জাকির হোসেন , শিল্পপতি বাদশা মিয়া, ফিরোজ ফরাজী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পদ্মা সেতু দ্রুত বাস্তবায়নের সঙ্গে সঙ্গে দুই তীরে গড়ে তুলেছে স্বপ্নের নগরী, তার অন্যতম একটি অধ্যায় হচ্ছে শিবচর উপজেলা।

শিবচর উপজেলায় অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে দেশের প্রথম শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট অ্যান্ড হাইটেকপার্ক ও বেনারশিপল্লীর। পদ্মা নদীর চরাঞ্চলে আধুনিক স্টেডিয়ামসহ অলিম্পিক ভিলেজ নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি