ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে মূর্তিসহ দুই যুবক আটক

প্রকাশিত: ১০:২১ এএম, ২৩ এপ্রিল ২০১৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নীমতলা এলাকা থেকে জোড়া লাগানো একটি পাথরের তৈরি রাধা-কৃষ্ণের মূর্তিসহ দুই যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। রোববার সকালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় আটকদের ব্যবহৃত একটি ভ্যানও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন - রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর গুদা এলাকার তালেব মোল্লার  ছেলে ফরিদ মোল্লা ও অপরজন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ভবদিয়া এলাকার ফজলু শেখের ছেলে আলিয়ার শেখ।

রাজবাড়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার বিশ্বাস জানান, সকালে দুই যুবক গোয়ালন্দ মোড় থেকে কিছুটা দূরে নীমতলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। এসময় স্থানীয়রা তাদেরকে করে ধরে  পুলিশে খবর দেয়।  পরে পুলিশ গিয়ে ওই দুই যুবকের কাছ থেকে এক সঙ্গে জোড়া লাগানো একটি রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার করে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মূর্তিটি আসল কষ্টিপাথররে কি না তা পরীক্ষা করলে জানা যাবে।

রুবেলুর রহমান/আরএআর/আরআইপি