ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৭

রাজবাড়ীতে কালুখালী-ভাটিয়াপাড়া ট্রেন রুটের কালুখালীর রামদিয়া এলাকায় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রত্না (১৫) নামের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরী রত্না কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্য্যদিয়া এলাকার সুদেব বিশ্বাসের মেয়ে।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার বলেন, ভাটিয়াপাড়া ট্রেনটি রাজবাড়ীতে অাসার সময় রামদিয়া এলাকায় পৌঁছায়। ওই সময় প্রতিবন্ধী কিশোরী ট্রেন লাইন পার হতে গেলে ইঞ্জিনের ধাক্কায় তার মৃত্যু হয়।

রুবেলুর রহমান/এএম/আরআইপি