ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা শুরু

প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৭

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা।

রোববার বিকেল সাড়ে ৪টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলা প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। পরে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন।

মেলায় বিভিন্ন ধরনের প্রদর্শনী নিয়ে ২০টি স্টল বসেছে। এ মেলা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল স্তরের মানুষের জন্য উম্মুক্ত থাকবে। চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত।

কাজল কায়েস/এএম/জেআইএম