ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেরাশানি রেলস্টেশনে রহস্যজনক আগুন

প্রকাশিত: ০৬:৪০ এএম, ২৪ এপ্রিল ২০১৭

ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানি রেলওয়ে স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোনো ক্ষতি না হলেও স্টেশন মাস্টারের কক্ষে রক্ষিত কিছু নথিপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, মেরাশানি রেলওয়ে স্টেশনের পূর্বের মাস্টার অবসরে চলে যাওয়ার পর নতুন যে মাস্টারকে এখানে পদায়ন করা হয়েছে তিনি এখনো যোগ দেননি। এজন্য দীর্ঘদিন ধরেই স্টেশন মাস্টরের কক্ষটি তালবদ্ধ করে রাখা হয়েছে।

সোমবার ভোররাতে হঠাৎ করেই স্টেশনের চৌকিদার লক্ষ্য করেন যে স্টেশন মাস্টারের কক্ষ থেকে ধোয়া বের হচ্ছে। পরে ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন আগুনে কিছু নথিপত্র পুড়ে গেছে।

পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী পুলিশ সুপার (আখাউড়া সার্কেল) পারভেজ আলম চৌধুরী অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের কাছে অগ্নিকাণ্ডের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর