ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আজও হলো না মির্জাপুরের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই

প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৪ এপ্রিল ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয়বারও বন্ধ হয়ে গেল মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম। বাছাই কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপিসহ অধিকাংশ সদস্য যাচাই বাছাই বোর্ডে না আসায় মুক্তিযোদ্ধা এই বাছাই কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নির্ধারিত তারিখে একইভাবে যাচাই বাছাই কার্যক্রম বন্ধ হয়ে যায়। আজ সোমবার ছিল দ্বিতীয়বারের মতো বাছাইয়ের নির্ধারিত দিন। নোটিশ ও চিঠি দিয়ে জানানোর পরও আবেদনকারী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই হয়নি। এ নিয়ে মুক্তিযোদ্ধা দাবিদার আবেদনকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সোমবার থেকে উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের যাচাই বাছাই শুরু করার নির্ধারিত দিন ধার্য করা হয়। আজ প্রথম দিন উপজেলা হলরুমে মহেড়া, জামুর্কী, ফতেপুর, তরফপুর, বাঁশতৈল ও আজগানা ইউনিয়নের আবেদনকারী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে অংশ নেয়ার জন্য বলা হয়।

সকাল সাড়ে ১০টায় সেখানে গিয়ে দেখা গেছে, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ইসরাত সাদমীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিন মিলনায়তনে বসে রয়েছেন। তার পাশেই বসে অপেক্ষা করছেন বেশ কয়েকজন আবেদনকারী মুক্তিযোদ্ধা।

এসময় কমিটির সদস্য সচিব ইসরাত সাদমীনের কাছে যাচাই বাছাই শুরু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আমি কমিটির সদস্য সচিব। আমি যথাসময়ে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু করার জন্য অপেক্ষা করছি। কিন্তু কমিটির সভাপতি সংসদ সদস্য মো. একাব্বর হোসেনসহ অন্য সদস্যরা কেউ উপস্থিত হননি। এজন্য যাচাই বাছাই কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

Mirzapur

কমিটির অন্য সদস্যরা যাচাই বাছাইয়ের তারিখ জানেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, কমিটির সভাপতি এমপি মো. একাব্বর হোসেনের সম্মতিক্রমেই যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। তাছাড়া কমিটির সকল সদস্যকেই জানানো হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক কমান্ডার খলিলুর রহমান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য অধ্যাপক আলী আকবর খান ডলার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি আব্দুর সাত্তার ভুইয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার সিদ্দিকুর রহমান।

যাচাই বাছাই কার্যক্রমে অংশ নিতে আসা আবেদনকারী মুক্তিযোদ্ধা ফতেপুর ইউনিয়নের শুভূল্যা গ্রামের আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার, কালিয়াকৈর থেকে আসা ইন্দ্রজিৎ, কালিয়াকৈরের দাড়িয়াপুরের আশোক আলী বলেন, তারিখ জেনে আমরা আসি। কিন্তু যাচাই বাছাই হচ্ছে না। এর কারণ আমাদের জানা নেই। আগের তারিখেও মির্জাপুরে এসে সারাদিন অপেক্ষা করে ফিরে গেছি।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে অংশ নিতে প্রায় ছয়শ প্রার্থী মুক্তিযোদ্ধা গেজেট হওয়ার জন্য আবেদন করেন।

বাছাই কমিটির সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, সদস্য সচিবের প্রতি আমাদের আস্থা না থাকায় আমরা বাছাই কার্যক্রমে অংশ গ্রহণ করিনি।

এ বিষয়ে যাচাই বাছাই কমিটির সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপির মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এস এম এরশাদ/এফএ/পিআর