ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত ৫শ সিম উদ্ধার

প্রকাশিত: ১১:২৮ এএম, ২৪ এপ্রিল ২০১৭

চাঁদপুরে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত বাংলালিংকের ৫শ সিমসহ তারেকুল হায়দার তৌহিদ পাটওয়ারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাকে আটক করা হয়।

তৌহিদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মো. রফিকুল হায়দার পাটওয়ারীর ছেলে। তিনি চাঁদপুরে বাংলালিংকের ট্রেড মার্কেটিং এজেন্ট হিসেবে কর্মরত।

সোমবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য জানান।

তিনি আরও জানান, আটক তৌহিদ চাঁদপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের কাছে সিম বিক্রিকালে ভোটার  আইডি কার্ড ও অতিরিক্ত টিপ সই রাখতেন।  তিনি অবৈধভাবে সিম রেজিস্ট্রেশন করতেন। বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশের নজরে আসলে অবৈধ সিমসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় আটক তৌহিদসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইকরাম চৌধুরী/আরএআর/এমএস