ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্বশুরবাড়িতে শ্যালকের হাতে দুলাভাই খুন

প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৪ এপ্রিল ২০১৭

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শাশুড়ি ও স্ত্রীর সামনে খুন হলেন ব্যবসায়ী মো. নাজমুল হক খান (৫০)। সোমবার দুপুর ১২টার দিকে মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাজমুল হক ৯ নম্বর সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের মৃত আয়নাল হক খানের ছেলে।

এলাকাবাসী জানায়, নাজমুল হক খান স্ত্রীকে নিয়ে দক্ষিণ বড় মাছুয়া গ্রামে শ্বশুর কাঞ্চন সরদারের বাড়িতে বেড়াতে আসেন।

সোমবার দুপুরে শ্বশুরের বসতঘরে শ্যালক তুহিন ও শ্যালকের ছেলে হাসিব নাজমুলকে নিয়ে পূর্বপরিকল্পিত একটি সাজানো সালিশ-বৈঠকে বসেন। এ সময় নাজমুলের শাশুরি, স্ত্রী, শ্যালক তুহিন, মৃত শ্যালক শাহিনের ছেলে হাসিবসহ সবাই পারিবারিক বিষয়াদি নিয়ে কথা বলছিলেন।

হঠাৎ তুহিন ও হাসিব ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নাজমুলকে গুরুতর জখম করে। তাকে এলাকাবাসী উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

হাসান মামুন/এএম/পিআর