সলঙ্গায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা
প্রতিকী ছবি
সিরাজগঞ্জের সলঙ্গায় যৌতুকের দাবিতে স্বামী ও শশুড়বাড়ির লোকজন অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
নিহত সীমা খাতুন (২৫) সলঙ্গা থানার জাহাঙ্গীর আলমের স্ত্রী।
বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাড্ডা গ্রামের সীমা খাতুনের দুই বছর আগে আমডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে প্রায় সীমার উপর নির্যাতন চালাতো। এই ঘটনার জের ধরে বুধবার বিকেলে সীমার উপর আবারো নির্যাতন চালিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে ৫ জনকে আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে শশুড়বাড়ির লোকজন পলাতক রয়েছে।
এমএএস/আরআইপি