ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটের স্কলার্স হোমে বোমা আতঙ্ক

প্রকাশিত: ০৭:০১ এএম, ২৫ এপ্রিল ২০১৭

সিলেট নগরের শাহীঈদগাহ এলাকায় একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনের সিঁড়িতে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কলার্স হোম কলেজের মিলনায়তনের সিঁড়িতে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এ ঘটনায় পুরো স্কুলে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা কর্টন রাখে। এরপর র‌্যাব-৯ এর বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়। খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে বলে জানা গেছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কলার্স হোম কলেজের মিলনায়তনের সিঁড়িতে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা ঘেরাও করে রেখেছে।

স্কলার্স হোমের শাহী ঈদগাহ কলেজ শাখার অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) যুবায়ের সিদ্দিকী জাগো নিউজকে বলেন, কলেজের মিলনায়তনের সিঁড়িতে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশ ও র‌্যাবকে খবর দেয়া হয়। র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এটিকে পরীক্ষা করে দেখছেন।

ছামির মাহমুদ/আরএআর/পিআর