বজ্রপাতে স্ত্রীর পর আহত স্বামীর মৃত্যু
প্রতীকী ছবি
শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া এলাকায় বজ্রপাতের শিকার হয়ে স্ত্রীর মৃত্যুর একদিন পর একই ঘটনায় আহত স্বামীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বজ্রপাতে আহত আবুল হোসেনের (৪৭)।
এরআগে সোমবার বজ্রপাতে আহত হন তিনি ও তার স্ত্রী। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রী অরফুলি বেগমের (৩৫) মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতের শিকার হয়ে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে; সেখানে জরুরি বিভাগের চিকিৎসক স্ত্রী অরফুলি বেগমকে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত আবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।
হাকিম বাবুল/এসআর/জেআইএম