ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সীমান্তে তারের বেড়া কাটার অস্ত্রসহ আটক ২

প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৫ এপ্রিল ২০১৭

লালমনিরহাট সীমান্তে তারের বেড়া কাটার অস্ত্রসহ পৃথক স্থান থেকে দুই যুবককে আটক করেছেন লালমনিরহাট-১৫ বিজিবির সদস্যরা। মঙ্গলবার দুপুরে ওই দুই যুবককে স্থানীয় থানা পুলিশে সোপর্দ করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে অবৈধভাবে সীমান্তে তারের বেড়া কাটতে গেলে ওই দুই যুবককে বেড়া কাটার অস্ত্রসহ আটক করে বিজিবি।

আটকরা হলেন পাটগ্রাম উপজেলার কাউয়ামারী এলাকার আজিজপুর গ্রামের ফজলুল আমিনের ছেলে সাদেকুল ইসলাম (২৪) ও পাটগ্রাম পৌর এলাকার সহিদার রহমানের ছেলে শাহ আলম (২২)।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বলেন, আটক দুই যুবককে হাতীবান্ধা থানা ও পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

বড়খাতা দোলাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক আতিক হোসেন বলেন, সন্ধ্যায় আটক যুবকদের জেলহাজতে পাঠানো হবে।

রবিউল হাসান/এএম/এমএস