ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কবি সিকান্দার মেলার সমাপনী

প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৫ এপ্রিল ২০১৭

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে নিজ জন্মভূমিতে আয়োজিত কবি সিকান্দার আবু জাফর মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

প্রথম বারের মতো সরকারিভাবে মাসব্যাপী আয়োজিত হয় মেলাটি। তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ।

এ সময় কবি পরিবারের প্রতিনিধি ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এএফএম এহতেশামুল হক, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেচ্ছা খানম, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি এস.এম নজরুল ইসলামসহ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৯ মার্চ কবি সিকান্দার আবু জাফর মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

আকরামুল ইসলাম/এএম/এমএস