লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে চালকের পা ভাঙলো পুলিশ
লক্ষ্মীপুরে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যাটারি চালিত অটোরিকশার এক চালককে পিটিয়ে ডান-পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা শহরের জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে। এসময় তারা বিচারের দাবিতে পুলিশের বিরুদ্ধে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় জড়িত ট্রাফিক পুলিশ সদস্য অর্ক মজুমদারকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। সহকর্মীরা আহত অটোরিকশা চালক পলাশকে (২২) উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এনিয়ে অটোরিকশা চালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পলাশ সদর উপজেলার পালের হাট এলাকার নবী হোসেনের ছেলে।
আহত পলাশ জানায়, শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে অটোরিকশা নিয়ে তিনি লক্ষ্মীপুর জিরো পয়েন্ট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় ট্রাফিক পুলিশ অর্ক তার কাছে মাসিক বকেয়া ৫০০ টাকা চাঁদা দাবি করে। তাকে ৩০০ টাকা দিলে পুরো টাকার জন্য ক্ষিপ্ত হন। এসময় তিনি হাতের লাঠি দিয়ে বেদম পেটাতে থাকে। একপর্যায়ে এলোপাথাড়ি লাথিতে সে মাটিতে লুটে পড়লেও রক্ষা পায়নি।
লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. সেলিম বলেন, উচ্চ আদালত সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করেছে। পলাশের অটোরিকশাটি আটক করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এনিয়ে তার সঙ্গে ট্রাফিক পুলিশ সদস্যের ধস্তাধস্তি হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্য অর্ককে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। আমরা আহত চালকের চিকিৎসার দায়িত্ব নিয়েছি।
কাজল কায়েস/এমএএস/আরআইপি