খাদ্যে বিষক্রিয়ায় চিকিৎসক ও নার্সের মৃত্যু
খাদ্যের বিষক্রিয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ও এক নার্সের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান (৪২) এবং সিনিয়র স্টাফ নার্স জোবেদা খাতুন (৪৫)। মনিরুজ্জামান ২৯তম বিসিএসে সরকারি চিকিৎসক হিসেবে নিযুক্ত হন।
মঙ্গলবার রাত পৌনে ৯টায় শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় নার্স জোবেদা খাতুনের মৃত্যু হয়। এর এক ঘণ্টা পর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় টিএইচও ডা. মনিরুজ্জামানও মারা যান।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান শেখ খাদ্যে বিষক্রিয়ায় টিএইচও ও নার্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চমান সহকারী হিসাবরক্ষক (হেডক্লার্ক) আলমগীর হোসেন আশঙ্কাজনক অবস্থায় আইসিওতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা উচ্চমান সহকারী আলমগীর হোসেনের বাসভবনে দাওয়াত খান। তাদের খাবারে ভাতের সঙ্গে কাঁচা কাঠালের তরকারিসহ তিনটি পদের তরকারি ছিল। দাওয়াত খাওয়ার পর বিকেলের দিকে ডা. মনিরুজ্জামান, নার্স জোবাইদা ও আলমগীর অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিক তাদেরকে কাজিপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নার্স জোবেদা রাত পৌনে ৯টার দিকে মারা যান।
লাইফ সাপোর্টে থাকা ডা. মনিরুজ্জামান রাত ১০টার দিকে মারা যান। খবর পেয়ে সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা শজিমেক হাসপাতালে খোঁজ-খবর নিতে যান।
ইউসুফ দেওয়ান রাজু/বিএ