ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অচেনা ফুল দেখতে মানুষের ভিড়

প্রকাশিত: ১১:৩১ এএম, ৩০ এপ্রিল ২০১৫

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ব্রাহীমপুর গ্রামে একটি অচেনা ফুল নিয়ে মানুষের মাঝে কৌতুহল দেখা দিয়েছে। ফুলটি গত বুধবার ওই গ্রামের মিজানুর রহমান বাবুলের বাড়ির সামনের বাগানে ফুটেছে। ফুলটি দেখার জন্য সেখানে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ ।

বাগান মালিক মিজানুর রহমান বাবুল জাগো নিউজকে জানান, জেলার শৈলকুপা উপজেলার ব্রাহীমপুর গ্রামের নিজ বাড়ির সামনে একটি আম বাগান রয়েছে। বুধবার বিকেলে বাগানটিতে মাটি খুড়ে একটি কাণ্ড বের হতে দেখেন তিনি।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে সেখানে একটি পরিপূর্ণ রঙ্গিন আকৃতির ফুল দেখতে পান। ফুলটি দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় এক ফুট। ফুলটির বড় আকৃতির পাপড়িগুলো বিভিন্ন রঙয়ের। আগে এই বাগানটিতে কোন ফুলের গাছ ছিল না।  

বিষয়টি এলাকায় জানাজানি হলে দূর-দূরান্ত থেকে আসা প্রচুর মানুষ ফুলটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন। কেউ জানেন না এটি কোন জাতের ফুল।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার জাগো নিউজকে বলেন, বিষয়টি আমি শুনেছি। খোঁজ নেয়ার জন্য লোক পাঠাচ্ছি।
 
এমজেড/পিআর