ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০৫:১৮ এএম, ২৬ এপ্রিল ২০১৭

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

বুধবার সকালে সলঙ্গা থানার নলকা ফুলজোড় কলেজ এলাকায় এ দুঘর্টনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ট্রাক নলকা ব্রিজের পশ্চিমপাড়ে ফুলজোড় কলেজ এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সামনে থাকা রড বোঝাই অপর একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে পেছনের ট্রাকটির কেবিনে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালক-হেলপারসহ আরও এক যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি