ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিষাক্ত কেমিকেল ব্যবহার বন্ধ করতে কমিটি

প্রকাশিত: ১১:৫১ এএম, ৩০ এপ্রিল ২০১৫

ক্যালসিয়াম কার্বাইড ও পিজিয়ারসহ অন্যান্য বিষাক্ত কেমিকেল দিয়ে আম, লিচু, কাঁঠাল, আনারস, কলা, পেঁপেসহ বিভিন্ন মৌসুমী ফল পাকানো এবং শাক সবজি সংরক্ষণের ফলে স্বাস্থ্যগত ক্ষতি প্রতিরোধ কল্পে জেলা ও উপজেলা পর্যায়ে পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মো. এহছানে এলাহীর সভাপতিত্বে বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পরিবীক্ষণ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালকসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ফল এবং শাক সবজি পাকানোর জন্য ব্যবহৃত বিষাক্ত কেমিকেলসমূহের নামের তালিকা এবং কীটনাশক ও বিষাক্ত কেমিকেল বিক্রেতা ও ডিলারদের তালিকা প্রণয়নের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিষাক্ত কেমিকেল দিয়ে শাক সবজি ও ফল পাকানো প্রতিরোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসককে সভাপতি এবং পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা তথ্য অফিসার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিনিধি, সভাপতি চেম্বার অব কমার্স, বিএসটিআই প্রতিনিধি, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়ালকে সদস্য এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালককে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।

এমজেড/পিআর