ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙামাটিতে ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে হামলা : আটক ২

প্রকাশিত: ১১:১৭ এএম, ২৬ এপ্রিল ২০১৭

রাঙামাটিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্র ইউনিয়নের মানববন্ধন ও সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিক পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্র ইউনিয়নের মানববন্ধন ও সমাবেশ চলাকালে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মিশু দে’র পরে সভাপতি অভিজিৎ বড়ুয়া বক্তব্য দিচ্ছিলেন।

এ সময় হঠাৎ অতর্কিত হামলা চালায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। তখন ছাত্র ইউনিয়নের ব্যানারটি কেড়ে নিয়ে নেতাকর্মীদের মারধর করে হামলাকারীরা। এ সময় টহলরত পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে হামলাকারীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ওই দুইজনকে আটক করে পুলিশ।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ বলেন, এই ঘটনায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দুই যুবককে আটক করে থানায় চালান দেয়া হয়েছে।

ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি অভিজিৎ বড়ুয়া ও সাধারণ সম্পাদক মিশু দে বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে এ ধরনের নারকীয় হামলা নিন্দনীয়। জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর