আতঙ্কিত শিক্ষার্থীদের পাঠদান মাঠে
ঝড়ে ও ভূমিকম্পে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয় ঘড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাধ্য হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ মাঠে খোলা আকাশের নিচে তাদের পাঠদান করছে।
জানা গেছে, ভূমিকম্পে উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয় ঘড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাঠদান কাজে ব্যবহৃত ৫টি ভবনের ১৪টি শ্রেণি কক্ষের দেয়াল ও ছাদের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। এতে করে বিদ্যালয়ের প্রায় সাড়ে পাঁচশো শিক্ষার্থী আতঙ্কিত হয়। ফলে বিদ্যালয় কর্তৃপক্ষ খোলা আকাশের নিচে তাদের পাঠদান করতে বাধ্য হচ্ছে।
এ বিষয়ে ছয় ঘড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুজ্জামান বুলু জাগো নিউজকে বলেন, বিদ্যালয়ের ভবনগুলো অনেক দিনের পুরনো। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের অনেক জায়গায় টানা তিন দিনের ভূমিকম্পে এবং পরবর্তীতে ঝড়ে ফাটল দেখা দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়াল ভেঙে পড়বে এই ভয়ে ভবনে ক্লাসে অংশগ্রহণ করতে চাচ্ছে না। বাধ্য হয়েই খোলা আকাশের নিচে তাদের ক্লাস নিতে হচ্ছে।
তিনি অবিলম্বে বিদ্যালয় ভবন পুননির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের