মাইকে জঙ্গি আবুকে আত্মসমর্পণের আহ্বান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানায় থাকা জঙ্গিদের মাইকিং করে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ওই বাড়িতে আবু আলী নামের এক জঙ্গি তার স্ত্রী ও দুই সন্তানসহ অবস্থান করছেন বলে ধারণা পুলিশের। আবু আলীর নাম ধরে আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা গেলেও দুপুর ১২টার পর আর কোনো শব্দ আসছে না। দুপুর ১২টার দিকে সোয়াট টিমের সদস্যরা বাড়িটি লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত আছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অপারেশন ‘ঈগল হান্ট’ ফের শুরু করেন পুলিশের বিশেষ বাহিনী সোয়াটের সদস্যরা।
বুধবার ভোর থেকেই কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রেখেছে। বিকেল ৫টায় জঙ্গি আস্তানায় অভিযান চালাতে সোয়াটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে অপারেশন ‘ঈগল হান্ট’ শুরু হয়। পরে রাত ৯টার দিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আবদুল্লাহ/আরএআর/পিআর