ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু

প্রকাশিত: ০৮:০৯ এএম, ২৭ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় করিমন বিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিহতের ছেলে বাচ্চু মিয়ার নিকট মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। নিহত করিমন বিবি তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের খুটিগাছা গ্রামের মৃত শীতল প্রামানিকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য শামছুল আলম জানান, করিমন বিবি ব্যক্তিগত কাজে বুধবার সকালে সিরাজগঞ্জ শহরে যান। কাজ শেষে রাতে বাড়ির ফেরার পথে নলকা এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা জিমেল এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের ছেলে বাচ্চু মিয়ার নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর