কিশোরগঞ্জে হাওর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
কিশোরগঞ্জের বেশিরভাগ হাওর এখন পানির নিচে। অাগাম বন্যায় তলিয়ে গেছে হাজার কোটি টাকার ফসল। হাওরপাড়ে এখন কৃষকের হাহাকার।
এ পরিস্থিতিতে হাওরবাসীকে নানা প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষার করণীয় নির্ধারণ করতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো হাওর বিষয়ক সেমিনার। জেলা গণতন্ত্রী পার্টি শুক্রবার বিকেলে স্থানীয় অাইনজীবী সমিতি মিলনায়তনে এ সেমিনারের অায়োজন করে।
সেমিনারে হাওরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক ড. হালিম দাদ খান।
জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহামুদুর রহমান বাবু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. অানোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান।
নূর মোহাম্মদ/এমএএস/পিআর