বিরলে ৪২ একর ধানখেত নষ্ট, কৃষকদের সড়ক অবরোধ
দিনাজপুরের বিরল উপজেলায় ধানখেতে হঠাৎ অজ্ঞাতরোগে শত শত কৃষকের ধানখেত নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভে সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ কৃষকেরা।
শুক্রবার বেলা ১১টায় এই ধানখেত নষ্ট হওয়ার জন্য দায়ী পার্শ্ববর্তী ইটভাটা, নাকি প্রশাসনের গাফিলতি, জানতে চেয়ে এই বিক্ষোভ করা হয়।
বিরল উপজেলার মুকলিশপুর গ্রামে বিস্তৃণ বোরো ধানের ফসল অজ্ঞাতরোগে পুড়ে নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি আশপাশের আম, ইউক্লিপ্টাস, শিশুগাছ এমনকি ঘাসেও পাতা মুড়ানো মোড়ক দেখা দিয়েছে।
গত বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত ধানখেত উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশন কবীর ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আশরাফুল আলম পরির্শন করেন। এসময় তারা এই রোগের নাম কিংবা ক্ষতির কারণ সম্পর্কে কৃষকদের জানতে পারেননি।
এ কারণে শুক্রবার বেলা ১১টায় চরম ক্ষোভে দিনাজপুর-বিরল সড়ক অবরোধ করে কৃষকেরা। এসময় উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কৃষকদের সঙ্গে কথা বলে দ্রুত রোগ নির্ণয়ের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় কৃষকরা।
এদিকে, বৃহষ্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশন কবীর।
অপরদিকে, ক্ষতিগ্রস্ত কৃষকরা পার্শ্ববর্তী মেসার্স এআরএস এন্টারপ্রাইজ নামক ইটভাটার বর্জ্য থেকে এই ক্ষতির আশঙ্কা প্রকাশ করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন সাপেক্ষে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণসহ আর্থিক সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা কৃষি অফিসার আশরাফুল আলম জানান, সংবাদ পাবার সঙ্গে সঙ্গে আমরা পর্যবেক্ষণ করে কৃষকদের পরামর্শ দিয়েছি। ৫৪ জন কৃষকের প্রায় ৪২ একর ধান নষ্ট হয়েছে।
রোগের প্রাদুর্ভাব জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে শুক্রবার দুপুরে রংপুর বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু বক্কর সিদ্দিকী সরেজমিন পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছেন। তিনি ল্যাবরেটরিতে পরীক্ষা করে এ বিষয়ে মন্তব্য করা যাবে বলে জানিয়েছেন।
এমদাদুল হক মিলন/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৩ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৪ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৫ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০