ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাদেশ-ভারত সংযোগ ব্রিজ নির্মাণ হবে

প্রকাশিত: ০২:০৪ এএম, ০২ মে ২০১৫

খাগড়াছড়ির পার্বত্য জেলা রামগড় উপজেলায় একমাত্র স্থলবন্দরটিতে মে মাসের মধ্যে বাংলাদেশ-ভারত সংযোগ ব্রিজ নির্মাণের অবকাঠামো কাজ শুরু করবে। চলতি বছরের মে মাসের মধ্যে বাংলাদেশ-ভারত সংযোগ ব্রীজ নির্মাণে দ্রুত কাজ শুরু করবে উভয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রামগড় মহামুনি-ত্রিপুরা সাব্রুম সীমান্ত ব্রিজ নির্মাণ স্থান যৌথভাবে পরিদর্শন শেষে এ কথা জানান।

এর আগে জেলার রামগড় উপজেলার সীমান্তবর্তী ফেনী নদীর উপর বাংলাদেশ-ভারত স্থলবন্দর কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ভারতীয় অর্থায়নে রামগড়-সাব্রুম সংযোগ ব্রীজ নির্মাণে দুই দিনের সফরের প্রথম দিন ২৭ এপ্রিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ও ২৮ এপ্রিল ভারতের প্রতিনিধি দল রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে উভয় দেশের প্রতিনিধি দলের পর্যালোচনা বৈঠক করেন। পরে রামগড় মহামুনি-ত্রিপুরা সাব্রুম সীমান্ত ব্রিজ নির্মাণ স্থান পরিদর্শন করেন ।

পরিদর্শনকালে ভারতের সাব্রুম ইঞ্জিনিয়ার কমল সরকারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলে এসডিও ইঞ্জিনিয়ার রাজ কুমার দাস, সাব্রুম সহকারী ইঞ্জিনিয়ার পাওমানিক জয়ন্তি, ডিজাইন ইঞ্জিনিয়ার নাভিন জয়শাল, এলএম ভৌমিক, সাব্রুম জিএম জৌতিশ দেববর্মা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পরিদর্শন দলের আহ্বায়ক মো. আব্দুল মালেক বলেন, বাংলাদেশের রামগড় মহামুনী এলাকার সাব পিলার
২২১৫-এস এর ৭থেকে ১০নং পিলারের মধ্যে ভারতীয় অর্থায়নে সম্ভাব্য ১৮০মিটার লম্বা সেতু নির্মান করা হবে। সেতুটি বাংলাদেশ স্থলভাগে ৪০ মিটার জলভাগে ১০০ মিটার ও ভারতের স্থলভাগে ৪০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ, জমি অধিগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিবালয়ের যুগ্ম-সচিব মো. আব্দুল মালেককে আহ্বায়ক করে ৮ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, সদস্য সচিব অতিরক্তি প্রকল্প পরিচালক সওজ মো. আব্দুল বাকী মিয়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম পওর সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোল্লা মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয় (দক্ষিণ এশিয়া) সহকারী সচিব মো. মোরশেদুর রহমান প্রমুখ।   
     
এমজেড/পিআর