ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আখাউড়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের দুইদিন পর সুমন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার খড়মপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন জেলার বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামের হারুণ মিয়ার ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (কসবা-আখাউড়া সার্কেল) মো. আব্দুল করিম জাগো নিউজকে জানান, গত বৃহস্পতিবার থেকে সুমন নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও সুমনের কোনো সন্ধান পায়নি তার পরিবার। পরে শনিবার বিকেলে আখাউড়া উপজেলার খড়মপুর মাজারের অদূরে রেললাইনের পাশে খড় দিয়ে ঢাকা অবস্থায় সুমনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের দুটি চোখই উপড়ানো ছিল। এছাড়া নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম