ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে বিএনপির প্রতিনিধি সভা

প্রকাশিত: ০১:০২ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

বিএনপির গণতান্ত্রিক আন্দোলন, আগামী জাতীয় নির্বাচনী ও দলীয় ঐক্য সুসংহত করার লক্ষে নরসিংদীতে তৃণমূল নেতাকর্মীদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ভেলানগর মেজবান কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

প্রতিনিধি সভার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভপতি খায়রুল করি খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় বক্তারা দেশে ভয়ানক সংকট চলছে উল্লেখ করে নেতাকর্মীদের উদ্যেশ্যে আন্দোলন সংগ্রার বেগবান করসহ নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম