ভালোবেসে বিয়ের পর তরুণীর আত্মহত্যা
টাঙ্গাইলের বাসাইলে রুপা আক্তার (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মাত্র তিন মাস আগে ভালোবাসার সম্পর্ক গড়ে বিয়ের পিঁড়িতে বসে ওই তরুণী। শুক্রবার বিকেলে উপজেলার সৈদামপুর উত্তরপাড়া বাবার বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রুপা আক্তার সৈদামপুর উত্তরপাড়ার ওয়ারেজ মিয়ার মেয়ে। তিনি বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
নিহতের পরিবার জানায়, উপজেলার সুন্না দক্ষিণপাড়ার আজিজুল মিয়ার ছেলে একই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেনের (২২) সঙ্গে রুপার সাত মাসের প্রেমের সম্পর্কের মাথায় গত জানুয়ারি মাসে দুজনে পালিয়ে যান। পরে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে তাদের সম্পন্ন হয়। ভালোই চলছিল সাব্বির-রুপার সংসার। কিন্তু বিয়ের তিন মাসের মাথায় শুক্রবার বেলা ১১টার দিকে রুপা সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
রুপার বাবা ওয়ারেজ মিয়া বলেন, রুপার সংসার তো ভালোই চলছিল। কিন্তু কী কারণে রুপা আত্মহত্যা করেছে তা আমার জানা নেই।
রুপার স্বামী সাব্বির হোসেন বলেন, বৃহস্পতিবার আমরা দুজনেই কলেজে যাই এবং কলেজ থেকে শ্বশুড় বাড়িতে আসি। আমার সঙ্গে রুপার কোনো মনোমালিন্য হয়নি। রুপা কেন আত্মহত্যা করল তা বুঝতে পারছি না।
এ ব্যাপারে বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।
আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি