ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু

প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রবেশদ্বার হিসাবে খ্যাত পাটুরিয়া- দৌলতদিয়া নৌ-রুুটে ঝড়ের কারণে এক ঘণ্ট ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকার পর শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকায় দুই পাড়ে কয়েকশ যানবাহন আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জাগো নিউজকে জানান, সন্ধ্যায় হঠাৎ ঝড় শুরু হয়। দুর্ঘটনা এড়াতে এসময় ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ থাকে। যাত্রী ও যানবাহন নিয়ে সবকটি ফেরি উভয় ঘাটে নোঙ্গর করা হয়। এসময় বাস, ট্রাকসহ দুই শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় ছিল। ঝড়ের পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বি.এম খোরশেদ/এমএএস/জেআইএম