ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে বাড়িঘর আগুনে পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি গ্রামের হাওলাদার বাড়িতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘরসহ ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দশ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসকান হাওলাদারের রান্না ঘর থেকে আগুন লেগে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নেভাতে গেলে তিনজন অসুস্থ হয়ে পড়ে। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান সাগর বলেন, খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যেই ৬টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের এখন অন্যের বাড়ি বা খোলা আকাশের নিচে থাকা ছাড়া কোনো উপায় নেই।

মাদারীপুর সদর থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন বলেন, এসকান হাওলাদারের রান্না ঘর থেকে আগুন লেগে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি