চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে ৯ ও ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রোববার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের হেড কোয়াটারে দুই কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৫০টাকার বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাশাসক মাহমুদুল হাসান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রাশেদ আলী, ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস. এম. আবুল এহসান, পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলামসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/আরআইপি