রাজবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত
রাজবাড়ীতে উপজেলা কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী এবং অনসার ও ভিডিপি সদস্য সদসদের নিয়ে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোবাবার বেলা ১১টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক (অপারেশন্স) দিলীপ কুমার বিশ্বাস, বিশেষ অতিথি ঢাকা রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কমান্ডার মো. আছলাম সিকদার, রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. রহিম বকস, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, রাজবাড়ীর দ্বায়িত্বপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট এনামুল খান প্রমুখ।
সমাবেশে সেবা ও উন্নয়ন কাজে অবদান রাখায় জেলার ২৪ জন আনসার সদস্যকে বাই সাইকেল, ছাতা ও সেলাই মেশিন পুরস্কার দেয়া হয়।
রুবেলুর রহমান/আরএআর/আরআইপি