গোবিন্দগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রেহেনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রেহেনা বেগম উপজেলার শিবপুর ইউনিয়নের খিরিবাড়ী গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী আশরাফুল ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম বেশ কিছুদিন আগে একটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে তার স্ত্রী রেহেনা বেগম বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার মধ্যরাতে রেহেনাকে ব্যাপক মারধর করেন আশরাফুল। এতে তিনি গুরুতর আহত হন। পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেলা ১১টার দিকে রেহেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা