ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দেশে ফিরল ৬ শিশু-কিশোর

প্রকাশিত: ১১:৩৯ এএম, ৩০ এপ্রিল ২০১৭

ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৬ বাংলাদেশি শিশু- কিশোর।

এরা হলো, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হাছেন আলীর ছেলে রাজু ইসলাম, জামাল রহমানের ছেলে জাহিদ হাসান, হোসেন আলীর ছেলে দুলাল আলী, নাগেশ্বরী উপজেলার হোসেন আলীর ছেলে মুসা আলী, নবিবুদ্দিনের ছেলে তসলিম আলী এবং বান্দরবানের আলী কদম উপজেলার আব্দুল শুকুরের ছেলে নুরুল ইসলাম।

রোববার বেলা ১১টায় ভারতের প্রশাসন হিলি ইমিগ্রেশনের ওসি মো. নাজির হোসাইন ও বাংলাহিলি ইমিগ্রেশনের ওসি আফতাব উদ্দিনের কাছে তাদের হস্তান্তর করেন।

বাংলাহিলি ওসি ইমিগ্রেশন আফতাব উদ্দিন জানান, তারা বিভিন্ন সময় অবৈধপথে ভারতে পাড়ি জমালে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তারা আটক হয়। পরে তাদের ভারতের বালুরঘাট শিশু শোভায়ন হোমে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর তারা দেশে  ফেরে। এরপর তাদের স্ব স্ব অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। এদের সবার বয়স ১০-১৪ বছরের মধ্যে।

এসময় বিজিবি হিলি আইসিপি বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মানান ও বিএসএফ ভারত হিলি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডর সরদার সিংসহ বিজিবি, বিএসএফ, মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধিসহ শুভায়ণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি